আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ রনো’র কবিতা ভাবের পদাবলী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সৈয়দ রনো
ভাবের পদাবলী

ভিনদেশী বেনিয়া
যেতে চায় কেনিয়া
লাফ দিয়ে চলে আসে বাংলায়
জঙ্গলীর দাঁত দেখে
গোবর আর কাদা মেখে
ঝুলে পড়ে অসীমের জাংলায়।

বাংলায় লিখি কত পদ্য
প্রয়োজনে হলে লিখি গদ্য
তবু যেন বাবুদের হুশ হয়
জনগণ জ্বলে পুড়ে তুষ হয়
গোঁফ ঢেকে ঘুষ খায় আমলা
বকে যায় হাদারাম কামলা।

বাংলার জনৈক দরদী
দুর্দিনে তেল ভেবে মাখে ঘি
জনগণ তার কাছে খেলনা
আটা দিয়ে রুটি বেলা বেলনা
থুতকার ফুৎকার
যা খুশি জনগণ দিচ্ছে
না বুঝেই নির্বোধ
জীবনের শেষ নেয়া নিচ্ছে।

- Advertisement -

রোজ ফোটে কত ফুল
নেতাজীর শত ভুল
বিশ্বাসে লিখে রাখি শেষটা
খাল বিল নদী খায়
দেখে রোজ হাসি পায়
মিথ্যায় ছেয়ে গেছে দেশটা।

২৩-১০-২০২৩ইং

- Advertisement -
- Advertisement -