মো: মহিদ:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ছোটদের চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের উদ্যোগে উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মননা ও উত্তরীয় প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আ্যাডভোকেট মো. রবিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ধামশ্বরা ইউনিয়ন পরষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, একই ইউনিয়নের আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সারওয়ার হোসেন লিয়াকত, মুক্তিযোদ্ধারা, সংগঠনের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -