মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া (২৬) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। ১৩ মার্চ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে । দুর্ঘটনার ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে মহাসড়কের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে এবং এতে ঘটনাস্থলেই জয়নাল মিয়া মারা যান । এ ব্যাপারে,খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা পিকআপটি আটক করতে পারলেও দুর্ঘটনার সাথে সাথে হেলপার পালিয়ে যায়।
আলোকিত প্রতিদিন/১৩ মার্চ-২৪ /মওম
- Advertisement -