আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও মন মাতালো পুতুলের দল

-Advertisement-

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নজর কাড়ল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই পুতুল নাচের দল।  তারা এবার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে নেচেছে। তবে গানে এবার রয়েছে পরিবর্তন। ২৬ মার্চ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে দেশাত্মবোধক গান দিয়ে নতুন পরিবেশনা দেখিয়েছে জীবন্ত পুতুলের দল। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে চলছিল কুচকাওয়াজ। তা শেষ হওয়ার পর শুরু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে। তবে দর্শকদের বিশেষ আগ্রহ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মানব পুতুল নাচের দলের দিকে। একপর্যায়ে লাল বেনারশি শাড়িতে পুতুলের সাজে সবার সামনে উপস্থিত হয় মানব পুতুলের দলটি। শুরু হলো নাচ। এ যেন জীবন্ত পুতুল নেচে যাচ্ছে খোলা আকাশের নিচে। তবে নাচের প্রশিক্ষক মো. আল সাইফুল আমিন (জিয়া) গানে এনেছিলেন পরিবর্তন। মানব পুতুলের দলটি নেচেছে দেশাত্মবোধক ‘দে তালি বাঙালি’ গানে। ৩ মিনিট ৪৮ সেকেন্ডের নাচটি সকলের মনে বইয়ে দিয়েছে আনন্দের জোয়ার।
আলোকিত প্রতিদিন/২৬ মার্চ-২৪ /মওম
- Advertisement -
- Advertisement -