সাতক্ষীরাও এখন করোনায় আক্রান্ত

0
492

:: প্রতিনিধি, সাতক্ষীরা ::
আজ দুপুনে করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়েও করোনামুক্ত জেলার তালিকায় ছিল সাতক্ষীরা। কিন্তু বিকেল না গড়াতেই ধরা পড়লো রোগী। ফলে সাতক্ষীরাও এখন করোনার আওতাভূক্ত হলো। সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার আক্রান্ত ব্যক্তি একজন মেডিকেল টেকনিশিয়ান। তিনি যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনেশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।
জানা যায়, সাতক্ষীরায় আক্রান্তের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যক্তির বাড়িসহ তার আশেপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে এবং টানানো হয়েছে লাল পতাকা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা টেস্টের জন্য পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।
আক্রান্ত ব্যক্তি প্রতিদিন সাতক্ষীরা থেকে শার্শায় গিয়ে অফিস করতেন। আজ সকালে তার মেডিকেল রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
এদিকে, তার করোনা ভাইরাসে আক্রান্তের খবরে জেলা শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here