আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

দেড় কোটি টাকা মূল্যের ১৬৫০ গ্রাম হেরোইন সহ ২ জনকে আঁটক করেছে র‌্যাব-২

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় অভিযান পরিচালনা করে কুরিয়ার সার্ভিসে খাদ্য সামগ্রীর আড়ালে পাচার হয়ে আসা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৬৫০ গ্রাম হিরোইনসহ ২ জনকে আঁটক করেছে র‌্যাব-২। আজ (২৮ মে) বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় র‌্যাব-২ ‘র পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী ‘র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃত অপরাধীদের নাম – ১. সৈবুর রহমান (৩২) পিতাঃ হযরত আলী সাং-গোঠাপাড়া (চরবাগডাঙ্গা), থানাঃ চাপাই সদর, চাপাইনবাবগঞ্জ। ২. নাজমা আক্তার (২৮) স্বামীঃ শরিফুল ইসলাম, সাং/থানা/জেলাঃ ঐ। র‌্যাব-২ এর তথ্যসূত্রে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছিলো। এমনকি তারা এলাকায় স্বামী স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে আসতেছিলো। স্বামী রাজমিস্ত্রী ও স্ত্রী গার্মেন্টস এ কাজ করে এমনটি সকলেই জানলেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। অফিস সূত্রে আরো জানা যায়, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

আলোকিত প্রতিদিন /২৮ মে ‘২০ /এসএএইচ

- Advertisement -
- Advertisement -