২৪ ঘন্টায় করোনায় আরও মৃত্যু ৩৫, আক্রান্ত ২৬৩৫

0
522

সৈয়দ এনামুল হুদা: গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৮৪৬ জনে মৃত্যুবরণ করলেন। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৩ হাজার ২৬ জনে। শনিবার (৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন। তিনি ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৯০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৮৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৩৫ জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৩ হাজার ২৬ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৩৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮৪৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১২ হাজার ৮০৪ জন। নতুন করে যারা মারা গেছেন তা‌দের ২৮ জন পুরুষ, নারী ৭ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২০ , চট্টগ্রাম বিভা‌গে ৮, সিলেট বিভাগে ২, রাজশাহী বিভাগে ৩ এবং বরিশাল বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। ২৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, ৯ জনের বাড়িতে এবং হাসপাতালে আনার পর ১ জনকে মৃত ঘোষণা করা হয়। বয়সের দিক থেকে ১১ থেকে ২০ বছরের ২, ২১ থেকে ৩০ বছরের ৩, ত্রিশোর্ধ্ব ২, চল্লিশোর্ধ্ব ৩, পঞ্চাশোর্ধ্ব ১০, ষাটোর্ধ্ব ৫, সত্তরোর্ধ্ব ৯ এবং ৮১ থেকে ৯০ বছরের ১ জন মারা গেছেন।

 

আলোকিত প্রতিদিন /৬ জুন’ ২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here