দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩০৯৯, মৃত্যুবরণ করেছে ৩৮

0
449

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাস আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাড়ালো ১ হাজার ২০৯ জনে। একই সময়ে নতুন করে ৩ হাজার ৯৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৯০ হাজার ৬১৯ জনে।
সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি ৫৮টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯ জন। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ১ হাজার ২০৯ জনে। গত ২৪ ঘন্টায় আরও সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৯৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৪ হাজার ২৭ জন।

 

আলোকিত প্রতিদিন/১৫ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here