Home সারাদেশ রংপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত, জরিমানা আদায় ১৪৫০০

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত, জরিমানা আদায় ১৪৫০০

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত, জরিমানা আদায় ১৪৫০০

বীরগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলাম: বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে সাত ক্ষুদ্র ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করায় বীরগঞ্জ উপজেলায় ৭ জন দোকানদারকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে মুদি দোকান খোলা রাখায় এ জরিমানা সহ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এ সময় মোবাইল কোর্টের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিদিনের ন্যায় করোনা প্রাদুর্ভাবের মধ্যেই গত ১৩ জুন/২০২০ইং তারিখ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পৌর বাজার, বিজয় চত্বর, বলাকা মোড়, কবিরাজহাট সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ডালিম সরকার। এই অভিযানকে সাধুবাদ জানান সচেতন মহল।

 

আলোকিত প্রতিদিন/১৫ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here