আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ২টি হাইফ্লো অক্সিজেন যন্ত্র উপহার দিলেন ডাঃ রওশন আরা

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জঃ ঢাকায় অবস্হিত মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রফেসর ডাঃ রওশন আরা বেগম মানব সেবায় চিন দেশ হতে আমদানিকৃত দুটি হাইফ্লো অক্সিজেন যন্ত্র করোনা (কভিড-১৯) ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপহার হিসেবে দান করলেন। গতকাল ২২ জুন বিকেলে জেলা সদর হাসপাতালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস এবং কমিটির সদস্য সচিব সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দের কাছে এই যন্ত্র ২টি উপহার হিসেবে হস্তান্তর করেন। এতদিন এ যন্ত্রটি মানিকগঞ্জের হাসপাতালে ছিল না। তাই করোনা রোগীদের চিকিৎসা দিতে অনেকটা সমস্যা ছিল।এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ মোঃ আরশ্বাদ উল্লাহ ও ডাঃ রওশন আরার ভাই মোঃ মীর মোহাম্মদ সাঈদ । এ সময় স্বাস্থ্য কর্মকর্তাগণ জানান যে, করোনা ভাইরাসে ফুসফুস আক্রান্ত হওয়ারপর ফুসফুস কাজ করার ক্ষমতা লোপ পায়। তখন রোগীদের বাঁচিয়ে রাখতে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিতে এ যন্ত্রটি অর্থাৎ এ হাইফ্লো অক্সিজেন যন্ত্রটি খুবই জরুরী হয়ে পরে। ডাঃ রওশন আরা বেগম নিজ অর্থায়নে জরুরী রোগীদের চিকিৎসার জন্যে এ দু’টি যন্ত্র উপহার হিসেবে এ হাসপাতালে দান করে বেশ উপকারই করলেন। করোনা ভাইরাসের আক্রান্তদের আপতকালে মানব সেবায় কৃত্রিম শ্বাস নিতে যন্ত্রটির ব্যাপারে সদাশয় সরকারসহ এলাকার বৃত্ত্ববানগণ আরো একাধিক এ যন্ত্রটি হাসপাতালে দানে এগিয়ে আসার জন্যে অনুরোধ করেন সচেতন মহল। সত্যিকার অর্থে করোনা রোগীদের বেলায় আপতকালে এ যন্ত্রটি দ্বারা মানুষের অফুরন্ত এবং অসীম উপকা

 

আলোকিত প্রতিদিন/২৪ জুন’২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -