মানিকগঞ্জে ২টি হাইফ্লো অক্সিজেন যন্ত্র উপহার দিলেন ডাঃ রওশন আরা

0
341

প্রতিনিধি,মানিকগঞ্জঃ ঢাকায় অবস্হিত মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রফেসর ডাঃ রওশন আরা বেগম মানব সেবায় চিন দেশ হতে আমদানিকৃত দুটি হাইফ্লো অক্সিজেন যন্ত্র করোনা (কভিড-১৯) ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপহার হিসেবে দান করলেন। গতকাল ২২ জুন বিকেলে জেলা সদর হাসপাতালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস এবং কমিটির সদস্য সচিব সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দের কাছে এই যন্ত্র ২টি উপহার হিসেবে হস্তান্তর করেন। এতদিন এ যন্ত্রটি মানিকগঞ্জের হাসপাতালে ছিল না। তাই করোনা রোগীদের চিকিৎসা দিতে অনেকটা সমস্যা ছিল।এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ মোঃ আরশ্বাদ উল্লাহ ও ডাঃ রওশন আরার ভাই মোঃ মীর মোহাম্মদ সাঈদ । এ সময় স্বাস্থ্য কর্মকর্তাগণ জানান যে, করোনা ভাইরাসে ফুসফুস আক্রান্ত হওয়ারপর ফুসফুস কাজ করার ক্ষমতা লোপ পায়। তখন রোগীদের বাঁচিয়ে রাখতে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিতে এ যন্ত্রটি অর্থাৎ এ হাইফ্লো অক্সিজেন যন্ত্রটি খুবই জরুরী হয়ে পরে। ডাঃ রওশন আরা বেগম নিজ অর্থায়নে জরুরী রোগীদের চিকিৎসার জন্যে এ দু’টি যন্ত্র উপহার হিসেবে এ হাসপাতালে দান করে বেশ উপকারই করলেন। করোনা ভাইরাসের আক্রান্তদের আপতকালে মানব সেবায় কৃত্রিম শ্বাস নিতে যন্ত্রটির ব্যাপারে সদাশয় সরকারসহ এলাকার বৃত্ত্ববানগণ আরো একাধিক এ যন্ত্রটি হাসপাতালে দানে এগিয়ে আসার জন্যে অনুরোধ করেন সচেতন মহল। সত্যিকার অর্থে করোনা রোগীদের বেলায় আপতকালে এ যন্ত্রটি দ্বারা মানুষের অফুরন্ত এবং অসীম উপকা

 

আলোকিত প্রতিদিন/২৪ জুন’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here