দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারালেন আরও ৫৫ জন, শনাক্ত ২৭৩৮

0
379

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯)  ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৫২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৮ জন। এতে করে দেশে করোনায় আক্রান্ত হসেবে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পূর্বের কিছু মিলিয়ে ১৩ হাজার ৯৮৮টি নমুনা। ফলে এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৪৬ হাজার ৬২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৩৮ জন। ফলে এ নিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৫২ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১ হাজার ৯০৪ জন। এতে করে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২ হাজার ৬২৫ জনে। ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ১৯ জন ঢাকা বিভাগের, ১৩ জন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের, ২ জন সিলেট বিভাগের , ৮ জন রংপুর বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। ৪১ জন মারা গেছেন হাসপাতালে এবং ১৪ জনের মৃত্যু হয়েছে বাসায়। এদের মধ্যে ১ থেকে ১০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন, ষাটোর্ধ্ব ৯ জন, সত্তরোর্ধ্ব ১২ জন রয়েছেন। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলোনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলোনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ। আর আক্রান্ত রোগী শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/৫ জুলাই,২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here