কক্সবাজারে ইয়াবাসহ মানবাধিকার ফাউন্ডেশনের শাকিল আটক

0
423

আবু সায়েম,কক্সবাজারঃ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক শাকিলকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জোন। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত ওয়ার্ল্ড বীচ হোটেল এন্ড রেঁস্তোরার সামনে থেকে ১ হাজার ইয়াবাসহ আটক করে কক্সবাজার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, মাহমুদুল হক শাকিল (৩৪) রামু থানার ৯নং খুনিয়াপালং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তাক আহাম্মদের ছেলে। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ   

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here