টাঙ্গাইলে আইজিপি’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন পুলিশ সুপার

0
546

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ‘আইজিপি’ বেনজীর আহমেদ এর পক্ষ থেকে পানিবন্দি অসহায়-হতদরিদ্র ২’শ ৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মীর মনির, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ত্রাণের মধ্যে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ টি শাড়ী, ১ টি লুঙ্গি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১ লিটার তেল ও ১ টি সাবান ছিল।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here