জয়পুরহাটে ৫৩৮ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

0
389

সংবাদদাতা, জয়পুরহাটঃ প্রতিনিধিঃ জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেন্সিডিল গাঁজাসহ লাল মিয়া (২৮) নামে এক মাদক বিক্রেতাকে  আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  মঙ্গলবার (২৮ জুলাই) সকালে  কালাই উপজেলার  নান্দাইল দিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী একটি পিক-আপ ও জব্দ করেছে র‌্যাব। আটক লাল মিয়া, মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্যয়পুর গ্রামে আলাল মিয়ার ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ বলেন, আটক লাল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। একটি পিক-আপ ভ্যানে করে গাঁজা ও ফেন্সিডিল গুলো রাজধানী ঢাকাতে নিয়ে যাচ্ছিল সকালে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫৩৮ বোতল ফেন্সিডিল, এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। ক্যাম্প কমান্ডার আরো জানান, লাল মিয়া দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল  বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি রাজধানী ঢাকাতে নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়লো।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here