আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষ মানুষ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করলেও পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গাইবান্ধার জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ি সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার ৪৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এসব এলাকার ২ লক্ষ ৫০ হাজার ৭৮৬ ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে ৩৫ হাজার ৫৫১টি ঘরবাড়ি ক্ষতিগ্রসস্ত হয়েছে। এ পর্যন্ত বন্যার্তদের মধ্যে ৫১০ মেট্রিকটন চাল, ৩০ লক্ষ ৫০ হাজার টাকা ও ৫ হাজার ৬৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই’২০/এসএএইচ 

- Advertisement -
- Advertisement -