মানবতার সেবায় ফরিদপুরের পুলিশ, প্লাজমা দিতে ৩৫ পুলিশ সদস্য ঢাকায়

0
379

সংবাদদাত, ফরিদপুরঃ ফরিদপুরে এখন পর্যন্ত পুলিশের ৩১২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৭৪ সদস্য। এর মধ্যে থেকে সুস্থ হওয়া ৩৫ সদস্যকে বুধবার ঢাকায় পাঠানো হয়েছে প্লাজমা ডোনেট করতে। বুধবার (২৯ জুলাই) জেলা পুলিশ লাইনস হল রুমে বেলা সাড়ে ১১ টার করোনা জয়ী এই পুলিশ সদস্যদের সংবর্ধনা জানানো হয়। এসয়ম উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মোঃ সাইফুজ্জামান, মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ। দেশে করোনা ভাইরাসে প্রাদূর্ভাব দেখা দেওয়ার পর ফরিদপুরে পুলিশ শুধু মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক কর্মকান্ডই পরিচালনা করেনি, তারা করোনা আক্রান্তদের খাদ্য সহায়তা, হাসপাতালে পৌঁছে দেওয়া, লাশ দাফন ও সৎকারসহ নানাবিধ মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, দেশে করোনা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফরিদপুর পুলিশ জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে। যে কারণে আমাদের আক্রান্তের হার বেশি। তিনি বলেন, আমরা এই দূর্যোগের সময়ে মানুষের পাশে মানবিক হয়ে কাজ করতে চাই। এই জন্যই করোনা জয়ী ৩৫ পুলিশ সদস্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত অন্য রোগীদের সুস্থ করে প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন/৩০ জুলাই’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here