কক্সবাজারে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর স্মরণে কউকের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
343

প্রতিনিধি, কক্সবাজারঃ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর স্মরণে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় উন্নয়ন কর্তৃপক্ষের নতুন বিল্ডিং মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান লে. কর্নেল ( অবঃ) ফোরকান আহমদ। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, এমপি জাফর আলম, এমপি আশেকুল্লাহ রফিক, এমপি সাইমুম সরওয়ার কমল ও  সংরক্ষিত আসনের মহিলা এমপি কানিজ ফাতেমা মোস্তাক। আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুধী, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা,অতিরিক্ত পুলিশ সূপার ( প্রশাসন) ইকবাল হোসাইন, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধা শাহজাহান ও সুধীমণ্ডলী। এসময় ঢাকা থেকে জোমে সংযুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ  আহমদ। বক্তারা বঙ্গবন্ধুর স্মরণ ও মাগফিরাত কামনার পাশাপাশি লে. কর্ণেল ফোরকান আহমদকে ৩য় বারের মত চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ধন্যবাদ জানান। বক্তারা বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই ক্ষুধা-দারিদ্র্য মুক্ত, শোষন-বঞ্চনামুক্ত ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। স্বাধীনতা সংগ্রাম  থেকে শুরু থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নত্যাগ এবং অবদানের কথা ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না।  ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সেই কালো রাতে বঙ্গবন্ধুসহ তারঁ স্বপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়।বঙ্গবন্ধুসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত এবং দোয়া কামনা করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১৭ আগস্ট’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here