সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রোববার পৃথক দুটি ঘটনায় এক মহিলাসহ ২ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি স্কুুল এন্ড কলেজের নির্মাণ কাজ করার সময় ভবনের ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। নিহত নির্মাণ শ্রমিক পাশর্^বর্তী জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোহফেল ইসলামের ছেলে। অপরদিকে পৌরশহরের কুঠিবাড়ী এলাকায় করতোয়া নদীর পাশ থেকে লিটন রাজভর (৩২) নামে এক সার ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে পাওয়া একটি সুইসাইট নোট থেকে জানা গেছে, আর্থিক অনটন ও দেনাগ্রস্থ হওয়ায় সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট’২০/এসএএইচ