টাঙ্গাইলে শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক আটক

0
656

সবুজ সরকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুরে নূরানি মাদরাসায় পড়ুয়া ৭ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৩২) নামে এক শিক্ষককে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।

শিক্ষক আব্দুর রাজ্জাক উপজেলার নিয়ামতপুর গ্রামের আবদুল হাই’র ছেলে। তিনি স্থানীয় আল হেরা নূরানী মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ওই মাদরাসা শিক্ষককে বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেন পুলিশ। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, ওই শিশু ছাত্রী শিক্ষক আব্দুর রাজ্জাকের কাছে মাদরাসায় প্রাইভেট পরানোর সময় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে ভয়ে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। ঘটনার ওই দিনই শিশুর মা বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করেন।

আলোকিত প্রতিদিন/২ সেপ্টেম্বর-২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here