মেগা ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’

0
1223

বিনোদন ডেস্ক : তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’। বৃন্দাবন দাসের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, এস এম মহসীন, মাসুম আজিজ, আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, আ.খ.ম হাসান, রওনক হাসান, মুনতাসির মামুন সাজু, শিরীন আলম, শানরাই দেবী শানু, অলিনা আখতার শিখা, শিলভি, সীমানা, মিঠী, আনিসুল হক বরুন, কান্তাা, মামুনুর রশীদ প্রমুখ।

নাটকটি প্রচার হচ্ছে চ্যানেল আই-তে প্রতি শনি ও রবিবার রাত ৮টায়।

আলোকিত প্রতিদিন/৩ অক্টোবর-২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here