আবু সায়েম, কক্সবাজার : কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। আজ রোববার (৪ অক্টোবর) তিনি কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করেন।
কক্সবাজার জেলা কারাগারে পরিদর্শনে গেলে নবাগত জেল সুপার মোহা: নেছার আলম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দীদের স্বাস্থ্য সেবা, খাদ্য সরবরাহ, নিয়ম-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন৷
তিনি কারাবন্দীদের উদ্দেশ্যে বলেন, পরিবার পরিজন ও ভবিষ্যত চিন্তা করে তারা যেন সংশোধিত হয়ে সুন্দর পথে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কারাগার শাস্তির নয় বরং সংশোধনের জায়গা। সে সুযোগ কাজে লাগিয়ে তিনি কারাবন্দীদের ভালো মানুষ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান করেন।
পরিদর্শনকালে ডিসি কামাল হোসেন কারাবন্দীদের জন্য ৬ তলা নির্মিতব্য নতুন ভবনের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে এবং যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশন প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাজাহান আলি, কক্সবাজার জেলা কারাগারের নবাগত জেল সুপার নেছার আলম, জেলার মোস্তফা কামালসহ কারাগারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৪ অক্টোবর-২০২০/জেডএন