ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালী

0
599

সৈয়দ এনামুল হুদাঃ মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধন ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলের নেতৃত্বে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ থেকে শুরু হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে এই আনন্দ র‍্যালী শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান, কাজী সজিব হোসেন জয়, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান অমিত, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অভিজিত সরকার। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সারাদেশের ছাত্রসমাজ বিষেশ করে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিট সোচ্ছার হয়েছে যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে আইন করা হয়। এরই ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হয়। ফলে মন্ত্রীসভা সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর চুড়ান্ত অনুমোদন দেয়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেশ যখনই কোনো সমস্যার সম্মুখিন হয় তখনই তিনি একটি সুন্দর সমাধান দিয়ে থাকেন। এদেশের সকল গণতান্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।’’ সর্বশেষ তিনি ধর্ষকের কোনো ঠাই হবেনা শেখ হাসিনার বাংলায় এ কথা বলে আনন্দ র‍্যালীর সমাপ্তী করেন।

আলোকিত প্রতিদিন/১৪ অক্টোবর’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here