সুন্দরবন থেকে ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড

0
363

সংবাদদাতা, মোংলাঃ সুন্দরবনে ১০কেজি হরিণের মাংস,২ টি চামড়া, ৪০০ মিটার ফাঁদসহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১.৩০ ঘটিকায়  গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার কয়রা থানাধীন হড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১০ কেজি হরিণের মাংস, ২টি হরিণের চামড়া, ৪০০ মিটার হরিণ ধরা ফাঁদ ও একটি মোটর সাইকেলসহ দুইজনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন, ১. শ্রী জামিনি রায় পিতা- অরবিন্দু রায় গ্রাম- হড্ডা থানা- কয়রা জেলা- খুলনা ২. শ্রী অরুন মন্ডল পিতা- সুরিনদ্রনাথ মন্ডল গ্রাম- হড্ডা- থানা- কয়রা জেলা- খুলনা। আটককৃত ব্যাক্তিদ্বয় ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং উক্ত সাফল্য এই অভিযানেরই অংশ।

আলোকিত প্রতিদিন/১৮ অক্টোবর’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here