ফেনীর লংমার্চে হামলা, বরিশালে ছাত্রফ্রন্টের প্রতিবাদ

0
336

শাকিল মাহমুদ, বরিশাল: ধর্ষণ বিরোধী প্রগতিশীল ছাত্রদের লংমার্চে হামলার প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা ও মহানগর শাখা। রোববার (১৮ অক্টোবর) রোববার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনিষা চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট সদস্য অর্প হাসান,বিজন সিকদার, প্রতিভা রায়, লামিয়া সাইমন সাইমন প্রমুখ। বক্তারা বলেন, ঢাকা থেকে নোয়াখালী যাবার পথে ফেনীতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্ষণ বিরোধী লংমার্চে সরকার দলীয়দের হামলার মাধ্যমে বুঝিয়েছে তাদের ছত্রছায়ায় থাকা ধর্ষক ও নীপিড়নকারীদের তারা রক্ষা করতে চায়। তাই হামলাকারীদের দৃষ্টান্তমূলত শাস্তি এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিকার চান বক্তারা।

আলোকিত প্রতিদিন/১৮ অক্টোবর’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here