সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

0
676

আলী হোসেন, সাভার: সাভারের অজ্ঞাত পরিবহনের চাপায় সোহেল রানা (৩৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে পুলিশ। নিহত সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর থানার বাসিন্দা বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে বাদশাহী মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সোহেল রানা। সাভারের আলমনগর হাউসিং এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের চাপায় তিনি মারা যান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ। সাভার হাইওয়ে থানার পরিদর্শক জানান নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/২১ নভেম্বর’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here