সপরিবারের এলাকা ছাড়ার হুমকি
মো: মাসুদ রানা, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে উত্তরা এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষকের বিরুদ্ধে প্রতিবেশীর কাছে বিক্রিত জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীর বাঁধা উপেক্ষা করে ওই জমির ওপর বহুতল ভবন নির্মান কাজ শুরু করা হয়েছে। এতে বাঁধা দেয়ায় ভুক্তভোগি ওই পরিবারকে এলাকা ছাড়া করার হমুকি দেয়ারও অভিযোগ পাওয়া গেছে ওই প্রভাসকের বিরুদ্ধে। এব্যাপারে ধামরাই থানায় ওই প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ধামরাই পৌরশহরের ৮নং ওয়ার্ডের নৃতন দক্ষিণপাড়া মহল্লায়।
সরেজমিনে গিয়ে জানা গেছে,এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক মো: আলতাফ হোসেনের কাছ থেকে মিনু করিম নামে এক নারি সাড়ে ৫শতাংশ জমি ক্রয় করে আধাপাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। শনিবার সকাল ৮টার দিকে ওই নারির বাড়ির পূর্বপাশের খালি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে ওই প্রভাষক । আর এ দখল দারিত্ব কায়েম করতে নিয়ে আসে সংঘবদ্ধ এক সন্ত্রাসী বাহিনী। ওই নারি ও তার সন্তানরা মিলে নির্মাণ কাজে বাঁধা দিলে ও প্রফেসর ও সন্ত্রাসী বাহিনী ওই নারিকে সপরিবারের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি প্রদান করে।
ভুক্তভোগি ওই নারি জানান,আমি বেশ কিছুদিন আগে ওই প্রফেসর আলতাফ হোসেনের কাছ থেকে সাড়ে ৫শতাংশ জমি ক্রয় করে আধাপাকা বাড়ি নির্মাণ করে ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছি। হঠাৎ ওই প্রফেসর আমার বাড়ির পূর্বপাশের জমি দখল করে বহুমতল ভবন নির্মাণের কাজ শুরু করে। আমি বাঁধা দিলে সে ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। আমি এব্যাপারে থানায় তার নামে অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে অভিযুক্ত ওই প্রফেসর বলেন,আমি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি নই। কথা যা বলার তা পুলিশ,এসিল্যান্ড ও পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে বলব। আপনারা এ ব্যাপারে যা খুশি লিখতে পারেন।
তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তন্ময় সাহা জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর-২০২০/জেডএন