অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইম ডিরেক্টরস মিট, জাতীয় মূকাভিনয় উৎসব ও কাউন্সিল অধিবেশন

0
547

মুহাম্মদ ইকবাল জাভেদ : বাংলদেশ মূকাভিনয় ফেডারেশান আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর মাইম ডিরেক্টরস মিট-২০২০, জাতীয় মূকাভিনয় উৎসব-২০২০ ও কাউন্সিল অধিবেশন-২০২০ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।

২৪ ডিসেম্বর সকাল ৯টায় নারায়ণগঞ্জ সোনারগাঁও এর বেইল মিলনাতয়নে ‘বাংলার মূকাভিনয় পথ দেখাবে বিশ্বকে’ এই শ্লোগানে দুইদিনব্যাপী মাইম ডিরেক্টরস মিট-২০২০ অনুষ্ঠিত হবে। মিট উদ্ধোধন করবেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায়, অতিথি থাকবেন কবি শাহেদ কায়েস, সাংস্কৃতিক সংগঠক নিখিল দাশ, মো. কামরুল হাসান খান ও হাসান মারুফ রুমী।

এ দিন (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় মূকাভিনয় উৎসব-২০২০ অনুষ্ঠিত হবে। উৎসব উদ্ধোধন করবেন খেলাঘর নারায়ণগঞ্জের সভাপতি রথিন চক্রবর্তী, প্রধান অতিথি থাকবেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া,  অতিথি থাকবেন সাংস্কৃতিক সংগঠক রাফিউর রাব্বি ও নাট্যজন খোরশেদুল আলম।

২৫ ডিসেম্বর বিকাল ৩টায় সোনারগাঁও এর বেইজ মিলনায়তনে জাতীয় কাউন্সিল অধিবেশন-২০২০ শুরু হবে। কাউন্সিল অধিবেশন পরিচালনা করবেন স্বাধীন বাংলাদেশের প্রথম মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন। এই আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের অর্থ সম্পাদক ধীমান জুয়েল। অনুষ্ঠানটিকে সফল করার জন্য সংগঠনের চেয়ারম্যান জাহিদ রিপন ও সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/১৯ ‍ডিসেম্বর ২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here