পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

0
433
পটুয়াখালী প্রতিনিধি : বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে সামগ্রিক সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে  সুষ্ঠু ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যেকে সামনে রেখে  আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অদ্য ১৮ ডিসেম্বর রোজ শুক্রবার প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মাে: খলিলুর রহমান মােহন মিয়া।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অভিবাসী কর্মীদের কল্যাণ ও স্বার্থসংরক্ষণ,  বৈদেশিক মুদ্রার সর্বোত্তম ব্যবহার ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এ অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অভিবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও পটুয়াখালী জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিনজন অভিবাসীকে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর-২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here