সাভার প্রতিনিধি : ঢাকায় বাস ট্রাকের চাপ কমাতে সাভারের বিরুলিয়া,হেমায়েতপুর,কেরানীগঞ্জ,ও কাঁচপুর এলাকায় নতুন আন্তজেলা বাস ট্রাক টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ও ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় প্রস্তাবিত এ আন্তজেলা বাস ট্রাক টার্মিনানের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এ সময় আরও বলেন,গণ পরিবহনে সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে ও জন দুর্ভোগ কমানো হচ্ছে। এসব এলাকায় নতুন বাস ট্রাক টার্মিনাল হলে ঢাকা শহরে আর গাড়ির চাপ থাকবে না এছাড়া ঢাকার মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে শুধু লোকাল থাকতে পারবে কিন্তু দুর পাল্লার বাস থাকতে পারবে না বলেও বলেন তিনি।
পরিদর্শনে এ সময় উত্তর সিটি করর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৩ ডিসেম্বর-২০২০/জেডএন