নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

0
330

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস দুপুর ১২.৩০ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারে স্বজোরে ধাক্কা খেয়ে বাসটি দুমড়ে মুচড়ে পড়ে যায়। এরপর থেকে সেনবাগ, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ লাইনের জরুরী মেরামতের কাজ চলছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক বলেন, দূর্ঘটনা কবলে পড়া বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং পতিত বাসটি আমাদের থানা হেফাজতে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোন মামলা করা হয় নি। ক্ষয়ক্ষতি নিরুপন করে আগামিকাল যে কোন সময়ে মামলা করা হবে বলে জানান, পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম গোলাম মোস্তফা ।

 

আলোকিত প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here