কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের শিলেরছড়া এবং থাইনখালী বিটে সরকারি বনভূমিতে অবৈধভাবে তৈরি করা ঘরবাড়িসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ একর ভূমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উখিয়া রেঞ্জের অধীনে থাকা শিলেরছড়া এবং থাইনখালী বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিষয়টি অবগত করেছেন উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখলে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে স্থাপনা নির্মানের খবর পেয়ে অভিযান চালিয়ে বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে। অভিযানে উখিয়া রেঞ্জের স্টাফগণ অংশগ্রহণ করে।
সংশ্লিষ্ট দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) হুমায়ুন কবির এবং সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন দখলদারদের বিরুদ্ধে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন।
আলোকিত প্রতিদিন/২৩ ডিসেম্বর-২০২০/জেডএন