মুহাম্মদ ইকবাল জাভেদ: প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান কর্তৃক আয়োজিত মাইম ডিরেক্টরস মিট-২০২০ উদ্বোধন হলো। অনুষ্ঠানটি ২৪ ও ২৫ ডিসেম্বর চলবে। ‘বাংলার মূকাভিনয় পথ দেখাবে বিশ্বকে’ এই অনন্য শ্লোগান নিয়ে উদযাপিত হচ্ছে পুরো অনুষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে ৬০ জন মূকাভিনয় শিল্পী এবারের মিটে যুক্ত হয়েছেন।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের মূকাভিনয় শিল্পীরা শুদ্ধ নাট্যচর্চার মাধ্যমে বাংলাদেশের মূকাভিনয় শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে। অতিথি ছিলেন কবি ও সংগঠক শাহেদ কায়েস, বাংলাদেশ গ্রাম থিয়েটার ঢাকা বিভাগের মূখপাত্র ও সম্পাদক মো. কামরুল হাসান খান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাস ও সংগঠক হাসান মারুফ রুমি। সভাপতিত্ব করেছেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহ-সভাপতি ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম মূকাভিনয় শিল্পী জনাব দেওয়ান মামুন, আয়োজন সংগঠক বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন। প্রধান সমন্বয়কারী ধীমান সাহা জুয়েল, সমন্বয়কারী মেজবাহ চৌধুরী। ফেডারেশানের অন্যান্য সম্পাদকদের মধ্যে ছিলেন মাহবুব আলম, মীর লোকমান প্রমূখ।
আলোকিত প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০২০/জেডএন