আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

তিন কিংবদন্তী প্রথম বারের মত একসাথে প্রসেনজিৎ, দেবশ্রী ও ঋতুপর্ণা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধি: বছরের শুরুতেই পাওয়া গেল এক চমকপ্রদ খবর। টলিউড পাড়ায় যেমনটি কেউ ভাবেনি, এবার তাই হতে চলেছে। এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিন তারকা। তার আর কেউ নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায়। প্রথমবারের মতো এই ত্রয়ী একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত তাদের কেউই এই বিষয়ে মুখ খুলেননি। মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। ছবিটি নির্মাণ করবেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা। সূত্রের খবর, খুব শিগগিরই এই ছবির কাজে হাত দেবেন পরিচালকদ্বয়। শুধু তাই নয়। শোনা যাচ্ছে, দেবশ্রী, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার সঙ্গে ছবির বিষয় নিয়ে দীর্ঘ কথা হয়েছে পরিচালকদের।

  • প্রসেনজিৎকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে। এরপর জুন মাসে তিনি চন্দ্রাশিস রায়ের ‘নিরন্তর’ ছবিতে অভিনয় করলেও করোনা অতিমারির কারণে হলের পরিবর্তে ওটিটিতে মুক্তি পায় সেই ছবি।
  • ঋতুপর্ণাও লকডাউনের শুরু থেকেই রয়েছেন সিঙ্গাপুরে।
  • দেবশ্রী রায়ও দীর্ঘ দিন অভিনয় জগৎ থেকে দূরে। এ বার শিবপ্রসাদ-নন্দিতা জুটির প্রচেষ্টায় একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। ২০২১-এ এই ত্রয়ীকে নিয়ে কি নতুন ইতিহাস লিখবে টলিউড?

আলোকিত প্রতিদিন/ জানুয়ারি ‘২১/মশ

 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন

- Advertisement -
- Advertisement -