করোনার নতুন রূপের বিরুদ্ধে চীনের টিকা কার্যকর বলে দাবি

0
312

করোনাভাইরাসের পরিবর্তিত রূপটির বিরুদ্ধে চীনের সিনোফার্মের টিকা কার্যকর বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের প্রেসিডেন্ট এ দাবি করেছেন।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে সাংহাইয়ে চীনা চিকিৎসকদের কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছিল। এতে করোনার পরিবর্তিত রূপটির বিরুদ্ধেও টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে।গত  সপ্তাহে সিনোফার্মের টিকাকে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে চীনা কর্তৃপক্ষ। করোনার বিরুদ্ধে ৭৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত টিকাটি। দুই থেকে চার সপ্তাহের ব্যবধানে এর দুটি ডোজ নিতে হয়।চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের প্রেসিডেন্ট ইয়াং শিয়াওমিং সোমবার বলেছেন, ‘কোভিড-১৯ ভাইরাসের বর্তমান পরিবর্তিত রূপটি টিকাকে অকার্যকর করেছে বলে প্রমাণ পাওয়া যায়নি।’প্রাথমিকভাবে চীন ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের টিকা দিচ্ছে। বয়স্ক বা বৃদ্ধদের বেলায় টিকা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here