পটুয়াখালীর বাধঘাটে অগ্নিকান্ডঃ ক্ষয়ক্ষতি অর্ধ কোটির বেশী

0
412

প্রতিনিধি,পটুয়াখালীঃ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে হেতালিয়া বাধঘাটের উত্তর পাড় এলাকায়।খবর পেয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।উক্ত অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যাবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে,আলতাফের লেপ-তোশকের দোকান, দেবাশীষ কর্মকারের রাজ লক্ষী জুয়েলার্স, মো. গিয়াস উদ্দিনের সাইফুল ব্রাদার্স, নজরুল ইসলামের বিসমিল্লাহ টেইলার্স, রাজ্জাক মৃধার পোল্ট্রি সেবা, সাইফুল ইসলামের কসমেটিক্সের দোকান, রিয়াজ মুন্সির পোল্ট্রি সেবা, জাহাঙ্গীর মুন্সির গ্যাস সিলেন্ডারের দোকান, শিবু কর্মকারের স্বর্ণের দোকান, মো. জুয়েলের জুয়েল ইলেকট্রনিক্স, মানিক পালের হাড়ি-পাতিলের দোকান এবং সুমন ও ইলিয়াসের চায়ের দোকান।ফায়ার সার্ভিসের কর্মী আল মামুন গণমাধ্যম কর্মীদের জানান, রাত ১টার দিকে আলতাফ হোসেনের লেপ-তোষকের দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশের প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ৭৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here