সিলেটের সাথে ইউরোপের করোনার মিল পাওয়া গেছে

0
449

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের বিভিন্ন দেশের করোনার প্রকৃতির সাথে সিলেট অঞ্চলের করোনার প্রকৃতির মিল পাওয়া গেছে। ইউরোপীয় দেশসমূহের মধ্যে- ইতালি, ইংল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানী, রাশিয়া এবং আমেরিকার সাথে ভারত ও বাংলাদেশের পূর্বে সংক্রমিত করোনার সাথে সাদৃশ্য পাওয়া গেছে।বুধবার (৬ জানুয়ারি) দুপুরে দৈনিক ইত্তেফাককে এসব কথা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষা কার্যক্রমের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।এসময় তিনি আরো বলেন, শাবির পিসিআর ল্যাব থেকে সংগৃহীত অনেকগুলো জিন বিন্যাস গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাবেইজে (GISAID) জমা দেওয়া হয়। আর এ জিনগুলো থেকে ১০টি জিন বিন্যাসের ধরণ ইউরোপের ইংল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানী, রাশিয়া এবং আমেরিকার সাথে ভারত ও বাংলাদেশের পূর্বে সংক্রমণিত করোনার সাথে সাদৃশ্য পাওয়া গেছে। গত ৩১ ডিসেম্বর GISAID থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী আমরা এ তথ্য জানতে পারি।বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ধরণ জানতে ও ভাইরাসের ভ্যাকসিন তৈরির অধিকতর ও গবেষণায় কাজে আসবে বলে জানান তিনি।তবে, ইউরোপের বিভিন্ন দেশের করোনার প্রকৃতির সাথে সিলেটবাসীর করোনার প্রকৃতির মিল পাওয়ার ক্ষেত্রে ইউরোপ-আমেরিকায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের কোন প্রভাব আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা হতে পারে যে, এসকল অঞ্চলের প্রবাসী সিলেট অঞ্চলের মানুষেরা দেশে আসা-যাওয়ার কারণে এমনটা হয়েছে। তবে, সঠিক বলা যাবে না। কেননা, করোনার উৎপত্তি কিন্তু চীনে। বিস্তারিত গবেষণার পর এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি’২১/এমজ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here