আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধঃ  বরিশালের মুলাদী উপজেলায় এক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে তরিকুল ইসলাম হাওলাদার মোরসালিন নামক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মোরসালিন একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে। নির্যাতিতা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী আজিবুর রহমান জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল নির্যাতিতার মা তাকে বাড়িতে রেখে অন্যত্র বেড়াতে যায়। এ সুযোগে ২৬ এপ্রিল রান্নাঘরে জোরপূর্বক প্রতিবন্ধীকে ধর্ষণ করে মোরসালিন। ডাক-চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসার আগে ধর্ষক পালিয়ে যায়।

- Advertisement -

এ ঘটনায় ২৭ এপ্রিল নির্যাতিতার মা বাদী হয়ে একমাত্র মোরসালিনকে আসামি করে মামলা দায়ের করেন।

একই বছরের ১০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই শহিদুল ইসলাম আসামি মোরসালিনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আসামিকে ওই দণ্ড দেন।

আলোকিত প্রতিদিন/৬ জানুয়ারি ‘২১/মশ

- Advertisement -
- Advertisement -