প্রশাসনের ছত্রছায়ায় রুট পারমিট না মেনেই চলছে বাস

0
345

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অদূরে সাভারে, রুট পারমিট না মেনেই দেদারছে বাস চালাচ্ছে বন্ধন নামে একটি বাস কোম্পানি। খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনের উপর মহলে কোম্পানিটির ঘনিষ্ঠতা থাকায় পারমিটের কোন তোয়াক্কাই করছে না তারা। তাদের রুট পারমিট (হেমায়েতপুর টু আশুলিয়া) থাকলেও তারা সেটা অমান্য করে আব্দুল্লাপুর পর্যন্ত বর্ধিত করে নেয়। রুট পারমিটে হেমায়েতপুর টু আশুলিয়া লিখা থাকলেও কেন আপনারা আব্দুল্লাহপুর পর্যন্ত যাচ্ছেন, এমন প্রশ্ন করলে তার কোন সদুত্তর দিতে পারেনি। উল্টো, আমরা প্রশাসনের লোক বলে সাংবাদিকে ভয় দেখানো হয়। পরে আরও জানা যায় বর্ধিত (আশুলিয়া থেকে আব্দুল্লাহপুর) যাবার জন্য ট্রাফিক পুলিশ থেকে শুরু করে এলাকার স্থানীও অনেক নেতা কর্মীদের পকেট ভারি করে অবৈধ ভাবে বাস চালাচ্ছে ঐ বাস কোম্পানিটি। এ বিষয়ে স্থানীওদের সাথে কথা বলতে গেলে তারা ভয়ে কিছু বলতে পারে না।

আলোকিত প্রতিদিন/৭ জানুয়ারি’২১/এমজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here