আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে প্রিজমের পুতুল তৈরি প্রশিক্ষণ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক : ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতির যৌথ আয়োজনে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শুরু হলো পুতুল তৈরি বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। আজ রোববার সকালে রাঙ্গামাটির সদর উপজেলার বাঘাইছড়িতে এ প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়। এতে ১৫ জন নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল তৈরির উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পুতুল তৈরিতে নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রিজম প্রকল্প।

অন্য দিকে চাঁপাইনবাবগঞ্জে ব্লক ডিজাইনের উপর আরেকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রিজম প্রকল্প এবং ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুড অফিস মোড়ে আদিবা বুটিক হাউজ এবং টেইলরে ৫ দিনব্যাপী এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে ব্লক ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

কর্মশালা দু’টি আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা যায়।

আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি-২০২১/জেডএন

- Advertisement -
- Advertisement -