পরীক্ষণ বিদ্যালয় পিটিআই কুড়িগ্রামের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

0
660

জিএম রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম : ২০২০ শিক্ষাবর্ষে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষাথীদেও শিখন মূল্যেয়ন সন্তোষজনক হওয়ায় এবং পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ায় যোগ্য শিক্ষার্থীদের সর্বঙ্গীণ সাফল্যে কামনা করে বিদায়ী সংবর্ধনা আয়োজন করেন পরীক্ষণ বিদ্যালয় পিটিআই কুড়িগ্রাম। গতকাল স্কুল প্রঙ্গণে সকাল ১০টায় উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট পিটিআই কুড়িগ্রাম মো: এনামুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সুপার পিটিআই কুড়িগ্রাম মো: আলতাফ হোসেন। এবং প্রধনা শিক্ষক লায়লা আর্জুমান। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

এ সময আলোচনা শেষে ৫ম শ্রেণীর শিক্ষার্থী আফসানা আক্তার জিনিয়া (রোল-০২) পিতা : সিনিয়র সাংবাদিক ডা: জি এম ক্যাপ্টেন এর মেধাবীকন্যা জিনিয়াকে প্রত্যয়ন পত্র সহ সেবা পুরুষ্কার প্রদান করা হয়। এবং ২০২০ সালে জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগিতায় খ বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকার করে পুরুষ্কারসহ সনদপত্র অর্জন করে। এছাড়াও উক্ত বিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের চারুকলা ও খেলাধুলায় পুরুষ্কার পেয়েছে।

আলোকিত প্রতিদিন/১৮ জানুয়ারি-২০২১/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here