প্রতিনিধি, পটুয়াখালী : গলাচিপার গজলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর হরিদেবপুর গ্রামের বাসিন্দা ছলেমান বিবি। বয়স ১০৫ বছর, তার কপালে জোটেনী সরকারী কোনো অনুদান। তিনি একবেলা ভালো খাবার ও চিকিৎসার জন্য সরকারি অফিসের দ্বারে দ্বারে ঘুরেছেন।
ছলেমান বিবির বাড়িতে গিয়ে জানা যায়, তিন ছেলে ও দুই মেয়ে রেখে তার স্বামী প্রায় ৩৫ বছর আগে মারা গেছেন। এক ছেলে মারা গিয়েছেন। খুব কষ্ট করে লালন-পালন করে মেয়ে দু’জনকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে তার মায়ের কোনো খোঁজ খবর নেয় না। শেষ পর্যন্ত তার ঠাই হয় বড় মেয়ে কহিনুরের বাড়িতে। কহিনুরের স্বামী একজন দিন মজুর। মাঠে কাজ করে তার সংসার চলে। ছেলে মেয়ে নিয়ে তার সংসারেই অভাব লেগে থাকে। এর মধ্যে তাকে শ্বাশুরিকে বইতে হচ্ছে।
কহিনুরের স্বামী ফোরকান মিয়া জানান, আমার শ্বাশুরি বর্তমানে অচল, চলাফেরা করতে পারে না, হামাগুরি দিয়ে চলাফেরা করে, টাকার অভাবে তাকে পারিনি একটি হুইল চেয়ার কিনে দিতে। নেই কোনো চিকিৎসা। অভাবের সংসারে আমারাই চলতে হিমশিম খাচ্ছি। মৃত্যু পথযাত্রী আমার শাশুরী যদি একটু সরকারি কোনো ভাতা অথবা কোনো সরকারি অনুদান পেত তা হলে হয়তো উনার চিকিৎসা করাতে পারতাম। মানবতার মাতা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি এই অসহায় ছলেমান বিবির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।
আলোকিত প্রতিদিন/২০ জানুয়ারি-২০২১/জেডএন