মাদারীপুরে ফেসবুক চালাতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

0
337

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর কালকিনি উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক চালাতে না দেওয়ায় গত শনিবার দুপুরে এক কিশোরী আত্মহত্যা করেছে। জানা গেছে, শনিবার সকালে পড়ালেখা বাদ দিয়ে তনু তার মোবাইলে ফেসবুকে চালাতে থাকে। পরে বিষয়টি দেখে তার বাবা ফেসবুক চালাতে বাধা দেয়। পাশাপাশি তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায় তার বাবা সঙ্কর। এতে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তনু। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপরে থানায় একটি মামলা হয়েছে।

 

 

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here