ফুলবাড়ীতে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
398
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মুজিববর্ষের প্রতিপাদ্য সবার জন্য নিরাপদ খাদ্য এ শ্লোগানে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। সভায় বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মশিউর রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, কৃষি অফিসার মাহবুবুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, স্যানিটারী ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, বিভিন্ন হোটেল মালিক, ব্যবসায়ী প্রমূখ।
আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here