ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম নৌকা প্রতীকে ১৩৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাতেম খান ধানের শীষ প্রতীক নিয়ে ৪১০৯ ভোট স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩১৮ ভোট পেয়েছেন। ৩০(জানুয়ারী) শনিবার রাত ৮টায় ভালুকা উপজেলা হলরুম কক্ষে রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ০৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভা নির্বাচনে মোট তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে বিএনপির মনোনীত প্রার্থী হাতেম খান নির্বাচন চলাকালীন সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যেমে ভোটগ্রহণ হয়। ১০টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৮২২১। গড় ভোট পড়েছে ৭৩.৪৪%।
বাংলাদেশের সর্বকনিষ্ঠ পৌরসভার একটি ভালুকা পৌরসভা। ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৪৪ জন। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নেয়া, এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগে পৌরসভা নির্বাচন বর্জন করেছেন ময়মনসিংহের ভালুকা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আলহাজ হাতেম খান। ওইদিন দুপুর আড়াইটার দিকে ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জন করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির মেয়র প্রার্থী আলহাজ হাতেম খান বলেন, ভোটকেন্দ্রগুলোর ভেতর-বাইরে সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা অবস্থান নেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে পর্যন্ত ৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে