:: প্রতিনিধি, নোয়াখালী ::
মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীতে ১০০ বেকার যুবককে চাকরি দেবে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন। জেলা প্রশাসনের সহায়তায় আগামী ২৩ তারিখ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খান।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান, সাধারন সম্পাদক ডা: মোহাম্মদ ফিরোজ, সদর উপজেলা সভাপতি বোরহান উদ্দিন আহমেদ মিঠু সাধারণ সম্পাদক মো: নুরনবীসহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি-২০২১/জেডএন