মুজিববর্ষ উপলক্ষে ডিমলায় জমি সহ ঘর পাচ্ছেন আরও ১৫০টি পরিবার

0
294

নীলফামারী জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে যাচ্ছেন নীলফামারীর ডিমলা উপজেলার আরও ১৫০টি ভূমিহীন ও গৃহনীয় পরিবার। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১৫০টি পরিবারকে এসব ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।সরকারের খাস জমিতে আধাপাকা এসব ঘর(বাড়ি)নির্মান করে দেয়া হচ্ছে।প্রতিটি ভুমিহীন ও গৃহনীয় পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১লাখ ৭৫ হাজার টাকা। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি)দুপুরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিবাস’এ ৭৬টি পরিবারের আধাপাকা ঘরের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুল ইসলাম চৌধুরী, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার(ভুমি)মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান,খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা আওলীগ সাধারণ সস্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,আমার বাড়ি আমার খামারের উপজেলা সমন্বয়কারী,ইমরুল কায়েস, ত্রান শাখার উপ-প্রকৌশলী ফেরদৌস আলম,ইউপি সদস্য কালাম ও রব্বু প্রমুখ।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here