মনদীপ ঘরাইর উদ্যোগে ‘একুশ’ উন্মুক্ত পথ পাঠাগার উদ্বোধন

0
362

প্রতিনিধি শরীয়তপুরঃ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইর উদ্যোগে ‘একুশ’ নামে উন্মুক্ত পথ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবন পালং হাউজের দেয়ালে ফিতা কেটে পাঠাগারটি উদ্ধোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান।

বিকল্প চিন্তার এমন আয়োজনে হুমায়ুন আজাদের বিখ্যাত বই কবিতার ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে’ শরীয়তপুরের সাধারণ মানুষের কাছে যেন এখন সত্যি সত্যি।

পাঠাগারটি উদ্ভোধন করে জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে পাঠাগারটি ভূমিকা রাখবে, প্রশাসন হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু একটা দেয়াল তৈরী হয় মানুষের মাঝে, ইউনও স্যার তার বাড়ির দেয়ালে পাঠাগার উন্মুক্ত করে দিয়ে সে দেয়ালকে জ্ঞানের দেয়ালে পরিণত করেছেন। এধরণের উদ্যোগ প্রশংসনীয়।

‘একুশ’ উন্মুক্ত পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা মনদীপ ঘরাই বলেন, ‘অনেক মানুষ আছেন যারা বই পড়তে ভালোবাসেন, তবে নিয়মিত বই কিনে পড়ার সামর্থ রাখেন না। আবার সামর্থ থাকলেও ঘটা করে পাঠাগারে যাওয়া, সদস্য হওয়া, নিয়মিত চাঁদা দেওয়া এসব প্রক্রিয়া অনেকের কাছেই জটিল মনে হয়। তাই ঝামেলা এড়িয়ে সহজে আর বিনামূল্যে মানুষকে বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্যই আমার এ উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন মোটিবেুসনাল স্পিকার সুলায়মান সুখন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কমিটির সদস্যসহ আরও অনেকে।

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here