জামালপুরে বিএনপির মনোনিত প্রার্থীর সংবাদ সম্মলেন

0
308

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাঁধা ও প্রাণনাশের হুমকীর অভিযোগ জামালপুর পৌরসভায় বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাঁধা ও মেয়র প্রার্থীকে প্রাণনাশের হুমকী প্রদানের অভিযোগ উঠেছে। বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন আজ (সোমবার) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর লোকজন বিএনপির প্রার্থীর সমর্থকদের হুমকী দিচ্ছে নির্বাচন থেকে সরে যাবার জন্য। অনেকস্থানে ধানের শীষের পোষ্টার ছিড়ে ও পুড়ে ফেলা হয়েছে। নির্বাচনী মাঠে নামতেই দিচ্ছে না কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের। বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে হুমকী দেয়া হচ্ছে। রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মামুন। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির নেতৃবৃন্দ, দল সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here