প্রতিনিধি,সুনামগঞ্জ : সুনামগঞ্জে সচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উদ্ধুদ্ধকরণের লক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়।
অনুষ্ঠিত সভায় আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এলজি জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব হাসনাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরিফ, থানার ওসি কাজী মুক্তাদির হোসেন, সাজিদ চৌধুরী, জুনায়েদ চৌধুরী জীবন,মহি উদ্দিন চৌধুরী, নাঈম আহমেদ, আবু খালেদ চৌধুরী, কামরুল ইসলাম শিপন প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে